মানুষ মানুষের জন্য। কলমেঃ- আশরাফুল আলম বেপারী। - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

মানুষ মানুষের জন্য। কলমেঃ- আশরাফুল আলম বেপারী।

 


কোন মানুষ বিপদে পড়লে সাহায্য করুন। সাহায্যটা আপনি আপনার নিজের টাকা দিয়ে করুন, নিজের জ্ঞান, বুদ্ধ, বিবেক ও মানসিকতা দিয়ে করেন। নিজের সৎ ভালো শীতল ব্যবহার দিয়ে করুন। নিজের শরীরে যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে সাহায্য করুন। কারণ একজন প্রকৃত মানুষের এটাই হল মূল কাজ। যদি আপনি সত্তিকারের মানুষ হয়ে থাকেন তাহলে মানুষ বিপদে পড়লে আপনার যেকোনো এক দিক দিয়ে সাহায্য করতেই হবে। আপনার সাহায্যে যদি একটি মানুষ আল্লাহর দয়ায় বিপদ থেকে মুক্ত হয়, অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠে, তাহলে আল্লাহ আপনাকে স্বয়ং নিজেই আপনার মান সম্মান বাড়িয়ে দেবেন। আপনার বুদ্ধি জ্ঞান বিবেক মানসিকতা আরো বৃদ্ধি করে দেবেন। আপনাকে উচ্চ মর্যাদা দান করবেন এবং অর্থ সম্বল আরো বৃদ্ধি করে দেবেন। আর সেই মানুষটি সুস্থ হয়ে আপনাকে অনেক ধন্যবাদ দেবেন। সে আপনার সাথে নম্র-ভদ্র আচার-আচরণ করবে। আপনার ভালো কথা অন্য মানুষের কাছে প্রকাশ করবে। যে কোন মানুষ বিপদে পড়লে আপনি সাহায্য করেন, সেটা মানুষের কাছে প্রকাশ করবেন তিনি। তখন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনাকে এক এক করে সবাই চিনতে শুরু করবে। আর যে মানুষটিকে আপনি সাহায্য করলেন তার জন্য আল্লাহর দোয়ায় সুস্থ হয়ে উঠলো। সুস্থ হওয়ার পর মানুষটি যদি আপনার সাথে খারাপ আচরন ব্যবহার করে, তবু আপনি মনে কোন আঘাত ব্যথা দুঃখ-কষ্ট নেবেন না। কারণ হতে পারে সেই মানুষটি মানুষ নামের জানোয়ার। হয়ত সেই মানুষটি জানেনা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। একটি মানুষ বিপদে সময় সাহায্য করলে, বিপদ থেকে উদ্ধার হলে সেই মানুষটিকে কিভাবে ধন্যবাদ দিতে হয়, সেটা তার জানা ছিল না। সেই মানুষটির সাথে কিভাবে আচার-আচরণ ব্যবহার করতে হবে সেটাও তাঁর জানা ছিল না। সেই মানুষটিকে কিভাবে মান সম্মান দিতে হবে সেটা তার  জানা ছিল না আপনি তবুও মানুষটিকে বুঝিয়ে বলবেন আমি আপনাকে বিপদের সময় সাহায্য করেছি, আল্লাহর দয়া আপনি সুস্থ হয়ে উঠেছেন। এরপরেও আপনি আমার সাথে এইরকম আচার-আচরণ ব্যবহার করলেন কেন? তখন মানুষটি যদি তোমার এইসব কথা বোঝে তাহলে ভালো কথা। আর যদি না বোঝে তাহলে কিছু করার নেই আর। আপনি শেষে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ তুমি সেই মানুষটিকে হেদায়াত দান করো। সে যেন পরিবর্তন হয়ে যায়। সে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচার আচরণ করে। সে যেন মানুষকে  মান সম্মান দিয়ে কথা বলে। আল্লাহ রহম করলে মানুষটিকে পরিবর্তন করিয়ে দেবে এবং হেদায়াত দান করিবে।

আশরাফুল আলম বেপারী। 

তারিখঃ- ১৫/১০/২০২১

No comments