খবর দিনভর ডেস্ক, কলকাতাঃ- রবিবার কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার প্রেস কর্নারে এস এম সিরাজুল ইসলাম সম্পাদিত প্রগতিশীল ও মননশীল পত্রিকা বুলবুলের বইমেলা সংখ্যা প্রকাশিত হলো। দীর্ঘ ৫৭ বছর ধরে বুলবুল পত্রিকা সকল ধরনের কবি সাহিত্যিকদের নিয়ে কাজ করে আসছে। সম্পাদক এস এম সিরাজুল ইসলামের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের লেখা আমার কাছে গ্রহণীয়, আকাশ যেমন উদার যার কোনো সীমানা নেই, বুলবুল ও ঠিক তেমন, এর কোনো সীমানা নেই। আজকের এই অনুষ্ঠানে বুলবুলের বইমেলা সংখ্যা ছাড়াও, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে একাধিক লেখকের বই প্রকাশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম সিরাজুল ইসলাম সহ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ মুহম্মদ শামীম ফিরদৌস, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হোমিও চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক, কবি সিদ্ধার্থ সিংহ, ডক্টর রঞ্জিত দাস, কাজী গোলাম গাউস সিদ্দিকী, নজরুল গবেষক দিপা দাস, আবু সালেহ মুহাম্মদ রেজাউল করিম, আব্দুল ওয়াহাব, এবং ডক্টর সমরেন্দ্রেনাথ ঘোষ প্রমুখ। বুলবুল প্রসঙ্গে ডঃ মুহম্মদ শামীম ফিরদৌস বলেন, বুলবুল আমার কাছে একটা আন্দোলনের মত, বুলবুল হলো সৃষ্টিশীলতার অন্য পর্যায়ের একটা পটভূমি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক কবি সাহিত্যিকগণ।
৪৭ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এস এম সিরাজুল ইসলাম সম্পাদিত প্রগতিশীল ও মননশীল পত্রিকা বুলবুলের বইমেলা সংখ্যা প্রকাশ
Reviewed by খবর দিনভর
on
January 21, 2024
Rating: 5
No comments