আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের শুভ সূচনা হলো আজ। - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে দুদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের শুভ সূচনা হলো আজ।

 



খবর দিনভর ডেস্ক কলকাতাঃ- স্টেট, সোসাইটি অ্যান্ড কালচার ইন ইন্ডিয়া থ্রু দ্যা এজেস শিরোনামে আন্তর্জাতিক স্তরের দুদিন ব্যাপী কনফারেন্সের শুভ সূচনা হলো কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং গড়িয়া সোসাইটি ফর স্টাডিজ অফ মার্জিনাল পিপল সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই কনফারেন্স। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়, কনফারেন্সে আগত বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। আজকের এই গুরুত্বপূর্ণ কনফারেন্সটি পরিচালনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মুহম্মদ শামীম ফিরদৌস মহাশয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষকরা তাদের গবেষণাপত্র পড়ে শোনান।
আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত ইতিহাসবিদ গণ। উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম আব্দুল ওয়াহাব, রেজিস্ট্রার নুরুস সালাম, ডেপুটি রেজিস্ট্রার ডঃ আশফাক আলী, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মুহম্মদ শামীম ফিরদৌস, ডঃ শাফুরা রাজেক, উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ অনিল কুমার সরকার, প্রফেসর ডঃ মনশান্ত বিশ্বাস, প্রফেসর ডঃ আনন্দ গোপাল ঘোষ, প্রফেসর ডঃ মুহাম্মদ শাহ নুরুর রহমান সহ বিশিষ্ট প্রফেসর গণ। এছাড়াও উপস্থিত ছিলেন শতাধিক গবেষক ও ছাত্ররা।

No comments