ইতিহাস বৈঠকী ও বইকর প্রকাশনীর যৌথ উদ্যোগে বই প্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভা
খবর দিনভর ডেস্ক, কলকাতাঃ- আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটরিয়ামে ইতিহাস বৈঠকী এবং বইকর প্রকাশনীর যৌথ উদ্যোগে একটি বিশেষ বই প্রকাশ ও স্মারক বক্তব্যের অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও পূবের কলম পত্রিকার সম্পাদক জনাব আহমদ হোসেন ইমরান।
আজকের এই অনুষ্ঠানে প্রকাশিত
হয় ড. ফিরোজা বেগমের লেখা বই ‘বন্দে আলী মিয়া: এক জীবন সম্ভব বিস্ময়বোধ’ এর কবি, যা কবি বন্দে আলী মিয়ার জীবনের বিস্ময়কর দিকগুলিকে তুলে ধরে। পাশাপাশি, ড. ফিরোজা
বেগম, ড. মোহাম্মদ শামীম ফিরদৌস ও ড. কবিরুল হক খান সম্পাদিত বই ‘সাহিত্য ইতিহাস
সংস্কৃতি: নানাঙ্গিক বিশ্লেষণ’ প্রকাশিত হয়, যা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক
নিয়ে গভীর বিশ্লেষণ করে। এছাড়াও, ইতিহাস বৈঠকীর প্রেসিডেন্ট ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের
ইতিহাস বিভাগের বিভাগীয়প্রধান ড. মোহাম্মদ শামীম ফিরদৌস-এর লেখা বই ‘নারী ও শিক্ষা’
প্রকাশিত হয়, যা নারীর শিক্ষার গুরুত্ব ও তার সাম্প্রতিক ইতিহাসকে তুলে ধরে।
আজকের এই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লোকসাহিত্যিক ড. ফিরোজা বেগম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের
ইসলামিক ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর কাজী সুফিউর রহমান, কল্যানী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সৌমিত্র সিনহা, প্রফেসর
মির রেজাউল করীম, বুলবুল পত্রিকার সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, প্রফেসর সাইফুল্লা,
এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মানস দত্ত, ড. তুহিনা ইসলাম
ও মোহাম্মদ আসফাক জুলফিকার। এবং বইকর প্রকাশনীর কর্ণধর মাসুম বিল্লা মিঞা।
অনুষ্ঠানের দ্বিতীয়
পর্বে শুরু হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর অনিল কুমার
সরকারের ‘প্রফেসর বলাই চন্দ্র বারুই স্বারক বক্তৃতা’। তাঁর
গভীর ও গবেষণামূলক বক্তব্য উপস্থিত সকলকে বলাই চন্দ্র বারুই এবং তার ইতিহাসের নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে সাহায্য
করে।
বইকর প্রকাশনীর পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয়প্রধান ড. মোহাম্মদ শামীম ফিরদৌস এবং কবি ড. ফিরোজা বেগমকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়, এবং ইতিহাস বৈঠকীর পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কৃতি গবেষক যারা আজ রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তাদের আচিভার্স সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইতিহাসের
ছাত্রছাত্রী, গবেষক ও বিশিষ্ট অধ্যাপকগণসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা
এই গুরুত্বপূর্ণ প্রকাশনা এবং স্মারক বক্তৃতার মাধ্যমে ইতিহাসের গবেষণা ও চর্চার নতুন
দিক উন্মোচনে অংশ নেন।
No comments