কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ড. ফিরোজা বেগমের নতুন বই প্রকাশিত হতে চলেছে আগামী কাল।
খবর দিনভর ডেস্ক, কলকাতাঃ- আগামী কাল (২'রা ফেব্রুয়ারি ২০২৫) ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে প্রকাশিত হতে চলেছে লোকসাহিত্যিক ড. ফিরোজা বেগমের একটি গুরুত্বপূর্ণ বই “সুফীবাদ ও বাংলা পীর সাহিত্য”,। যা সুফী সাহিত্য ও বাংলার পীর-সংস্কৃতির উপর গবেষণাধর্মী, এবং সম্পূর্ণরূপে বাংলার পীর-সংস্কৃতি, সুফীবাদের প্রভাব এবং তার সঙ্গে জড়িত সাহিত্যধারা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ এই বইটির মূল বিষয়বস্তু। বইটি প্রকাশ করছে এস বি এন্টারপ্রাইজ এবং এবারের বইমেলায় বুলবুল প্রকাশনের স্টল থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন। এই বইটি নিঃসন্দেহে বাংলা সাহিত্য এবং ইতিহাস অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠবে।
ড. ফিরোজা বেগম একজন স্বনামধন্য লোকসাহিত্যিক, যিনি দীর্ঘদিন ধরে বাংলার সুফী সাহিত্য এবং লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর কাজ বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের গভীরতাকে তুলে ধরতে এবং তা বিশ্ব দরবারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলার সাহিত্যানুরাগী এবং ইতিহাসপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ, যেখানে তারা ড. ফিরোজা বেগমের গবেষণাধর্মী কাজের সঙ্গে পরিচিত হতে পারবেন এবং বাংলার লোকসাহিত্য ও সুফীধারার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
No comments