করোনা পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে কাজ করে চলেছে হেল্প ফর ফাউন্ডেশন
খবর দিনভর : কালিয়াচক ২ নম্বর ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প ফর ফাউন্ডেশন এই করণা মহামারীর মধ্যে রাতদিন একইভাবে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে। বর্তমানে এই চরম সংকটের মধ্যে জেলার কোথাও রক্তদান শিবির না হওয়াই এই ফাউন্ডেশন এর সদস্যরা প্রতিদিন ব্লাড ব্যাংকে গিয়ে রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করছেন। বিশেষ করে থালাসেমিয়া রোগী , প্রসূতি মায়েদের, এবং ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে রক্তের যোগান দিয়ে চলেছে। এই সংস্থা জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির এবং রক্তদানের প্রয়োজনীয়তা এবং রক্তদানের সচেতনতা গড়ে তোলার কাজ করে চলেছে। বিশেষ করে থালাসেমিয়া সচেতনতা গড়ে তোলার জন্য এই সংস্থা প্রচার অভিযান সারাবছর চালিয়ে যাচ্ছে। ফাউন্ডেশনের সম্পাদক সামিউল আহমেদ জানান যে, আমাদের ফাউন্ডেশন এর প্রত্যেকটা সদস্য সক্রিয় ভাবে মানব সেবার কাজ করে চলেছে। তিনি অভিযোগ করেন যে, মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নত করা এবং রক্তদাতাদের বিশ্রামের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। অনেক সময় রক্তদাতা বেশি হওয়ার জন্য ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ করতে প্রচন্ড অসুবিধা হয়, এবং বিশ্রামাগার না থাকার জন্য অনেক সময় রক্তদাতাদের ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে থাকে। তাই অবিলম্বে ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নত করতে হবে এবং রক্তদাতাদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে।
No comments