ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বন্টন জামাআতে ইসলামী হিন্দের
খবর দিনভর ডেস্কঃ- জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জামাআতের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।
জামাআতে ইসলামি হিন্দের আমিরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, সাবেক আমিরে হালকা রহমত আলি খান সাহেব, রাজ্য ইসলামি সমাজ বিভাগের সম্পাদক মাওলানা মুফতি তাহেরুল হক সাহেব, রাজ্য দাওয়াহ সম্পাদক সাদাব মাসুম, রাজ্য দপ্তর সম্পাদক সাবির আলি, জনসংযোগ বিভাগের সহকারী সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, দক্ষিণ ২৪ পরগনার জেলা নাজিম সানুয়ার আলি পৈলান প্রমুখ এই প্রতিনিধিদলে ছিলেন।
উল্লেখ্য, ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে জামাআতের পক্ষ থেকে নামখানা, কুলপি, কাঁকদ্বীপ ব্লকের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়। এই ব্লক গুলির বকখালি, ফ্রেজারগঞ্জ, ঢোলা, কাঁকদ্বীপ, আলিপুর এলাকা পরিদর্শন করা হয়। এই ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় পরিবার গুলির হাতে কিছু রেশন সামগ্রী তুলে দেওয়া হয়েছে। জামাআতের পক্ষ থেকে জানানো হয়েছে, জামাআত সীমিত সামর্থ্য নিয়ে পূর্বের ন্যায় এবারও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কাজ শুরু করেছে।
No comments