নদিয়া জেলার রানাঘাট মহকুমায় জামাআতে ইসলামি হিন্দের দুটি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টারের সূচনা
খবর দিনভর ডেস্কঃ- জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে নদিয়া জেলার উদ্যোগে রানাঘাট ও গাংনার থানার বালিয়াডাঙ্গায় দুটি ফ্রি অক্সিজেন সরবরাহ কেন্দ্রের সূচনা করা হয়। এই দুটি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টারের সূচনা করেন জামাআতে ইসলামি হিন্দের আমিরে হালকা (রাজ্য সভাপতি) মাওলানা আব্দুর রফিক সাহেব। আজকে ফ্রি অক্সিজেন সরবরাহ কেন্দ্রের সূচনালগ্নে আরো উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ),ডাঃ রহমত আলী খান সাহেব (প্রাক্তন রাজ্য সভাপতি ও সমাজসেবা বিভাগের সম্পাদক, জামাআতে ইসলামী হিন্দ,পঃবঃ), মহঃ আসগার আলী মণ্ডল (জেলা ,সভাপতি, জামাআতে ইসলামী হিন্দ, নদীয়া),ডাঃ শিবাজী প্রসাদ কর মহাশয়(নোডাল অফিসার,রাণাঘাট পৌরসভা), কুশল দেব বন্দ্যোপাধ্যায় (পৌর প্রশাসক, রানাঘাট পৌরসভা), শাহনেওয়াজ মহম্মদ (আঞ্চলিক সভাপতি, জামাআতে ইসলামী হিন্দ,রাণাঘাট আঞ্চলিক শাখা),রাকেশ আলী (সম্পাদক রাণাঘাট নাসরা পাড়া মসজিদ কমিটি), অগ্নিমীল দাস(ক্রীড়া মন্ত্রণালয়ের আধিকারিক,ভারত সরকার),আবিদ হোসেন সাহেব (সভাপতি,রানাঘাট নাসরা পাড়া মসজিদ) ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
জামাআতের জেলা সভাপতি আসগার আলি মন্ডল জানিয়েছেন, জেলায় মোট ৪ টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টার চালু করা হবে। আজকে দুটি সেন্টারের সূচনা হলো খুব দ্রুত অন্যান্য সেন্টার গুলির সূচনা হবে। জেলা জুড়ে এই পরিষেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।
No comments