আসামের সাম্প্রতিক অবস্থা মানবাধিকারের শ্মশান ঘাট, ধিক্কারজনকঃ- পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া
কলকাতাঃ- পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ নুরি আসামের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে তার এক বিবৃতিতে বলেন যে, "নাগরিকত্ব মানুষের জন্মগগত অধিকার হলেও আসামে বিজেপি সরকার বিদেশী তাড়ানোর অজুহাতে এন আর সি-র নামে যে অমানবিক অত্যাচার, হয়রানী ও উচ্ছেদ চালাচ্ছে তা সভ্য যুগে মেনে নেওয়া যায় না এবং এই অন্যায়ের বিরোধিতা গণতান্ত্রিক পদ্ধতিতে করা জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানবিক দায়িত্ব। পপুলার ফ্রন্ট এই অমানবিক অত্যাচারের তীব্র ধিক্কার জানায়"। এনআরসি শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত আসামের মুসলিমদের হয়রানী অব্যহত আছে। তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্চে। তাদেরকে গুলি করে হত্যা করা হচ্চে। এই সবই হচ্ছে নাগরিকত্বের অধিকারকে রাজনৈতিক অনুদান বানানোর সূক্ষ্ম চক্রান্তের ফলে। সাম্প্রতিক পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারের অবস্থা এবং মৃত্য লাশের উপর পুলিশের সামনে সাংবাদিকের হিংস্র লাফালাফি ও আক্রমনের ঘটনাতে চরম উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন যে, "কোন ব্যক্তি যদি অনুপ্রবেশকারী বা বিদেশী হয় তাহলে তাকে চিহ্নিত করে তার আপন দেশে পাঠিয়ে দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু কোন মানুষকে বিদেশী বলে গুলি করে হত্যা করা এবং মৃত লাশের আক্রমণ করা একটি পৈশাচিক কাজ। যে সকল পুলিশ অফিসার ও মিডিয়ার ব্যক্তিরা এই বর্বর কাজের সঙ্গে যুক্ত আছে তাদের আইনের আওতায় আনতে হবে"।
দেশের মিডিয়ার নীরবতা ও মৃত ব্যক্তির লাশের উপর সাংবাদীকের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জনগণের নিকট আবেদন করেন যে, "সরকার ও মিডিয়ার অন্যায়ের বিরুদ্ধে জনগণ যদি দেশের আইন অনুসারে পদক্ষেপ গ্ৰহণ না করে তাহলে সরকার দেশকে স্বৈরাচারী দেশে রূপান্তরিত করবে এবং মিডিয়ার লোকজন জনগনের লাশের উপর লাফালাফি করবে যেমন আসামে দেখা গেল। এই সমস্যা আসামে সীমাবদ্ধ থাকবে না, দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, কারণ এটি হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা হল ফ্যাসিবাদী আদর্শের ফসল, যে আদর্শ এখন দেশ শাসন করছে। সকলের দায়িত্ব বর্তমান ও আগামী প্রজন্মের স্বার্থে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানো"।
No comments