মানবতার নজির 'উদয়ের পথে' নামক সেচ্ছাসেবী সংগঠনের
খবর দিনভর ডেস্কঃ- মুর্শিদাবাদের ডোমকলের 'উদয়ের পথে' নামক সংগঠনটি একের পর এক মানবতার নজির গড়ে চলেছে। এই সংগঠনের পক্ষ থেকে রমনা এতবার নগর, জয়রামপুর, নতুনপাড়া, বাবলাবোনা ও ভাতশালা এলাকায় গরিব অসহায় দুঃস্থ মানুষদের দুপুরের আহারের জন্য এক নতুন উদ্দ্যগের শুভ সূচনা করল। যা চলবে আগামী এক মাস যাবৎ। করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারা গরিব অসহায় দুঃস্থ মানুষদের অন্তত একবেলা পেটপুরে খাবার পরিবেশনের জন্যই এই উদ্যোগ। রাজনৈতিক প্রভাবমুক্ত এই সংগঠন গত ২০২০ সালে লক ডাউন চলা কালীন আট শতধিক মানুষকে খাদ্যদ্রব্য বিতরণ করে। এ বছর 200 গরিব মানুষকে শীতবস্ত্র বিতরণ সহ ডোমকল ব্লকের 10 জন কৃতি ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেয় 1000 টাকার সাম্মানিক বৃত্তি। 10 জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধনা দেয়। প্রচার বিমুখ এ সংগঠন এই চলমান লক ডাউনে ভবঘুরে, নিরাশ্রয় পাগল, যৌন কর্মী, ডোমকলে লকডাউনে আটকে পড়া কেরালার বাস ড্রাইভার, শ্রমিক ও দুঃস্থ শতাধিক মানুষকে একমাস দুপুরবেলা পেটপুরে খাওয়ানোর আয়োজন করেছে। এই কর্মসূচিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ কোভিড বিধি মেনে সংগঠনের স্বেচ্ছাসেবী সদ্যসরা প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়। এ মাসের শুরুতেও এক সপ্তাহ ব্যাপী করোনা সচেতনতা প্রচার ও 12000 মাস্ক বিতরণ করে। এই কর্মসূচি নিয়ে উদয়ের পথের কালচারাল সেক্রেটারি বাসিরুল ইসলাম বলেন " ভয়াবহ এই অতিমারির সময় ডোমকল উদয়ের পথের রান্নাঘর নামক কর্মসূচি একমাস ব্যাপী চালাবো , আমরা সকলের মানবিক সহযোগিতা কামনা করি।'
No comments