বিজয়ের দ্বিগুণ স্বাদ উপভোগ করতে যাচ্ছে ইরান: প্রেসিডেন্ট রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকা বাধ্য। তিনি সোমবার পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ ও বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে আমেরিকা যে স্বীকারোক্তি দিয়েছে তা তেহরানের জন্য বড় বিজয়। এবার সময় এসেছে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করার।
হাসান রুহানি বলেন, ইরানি জনগণের সহনশীলতা ও প্রতিরোধের কারণে আমরা আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ করে দিতে পেরেছি যা ছিল আমাদের প্রাথমিক বিজয়। এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে গেলে আমরা বিজয়ের দ্বিগুণ স্বাদ উপভোগ করতে পারব। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সুচিন্তিত ও বিজ্ঞচিত দিকনির্দেশনা ছাড়া এ বিজয় অর্জন করা সম্ভব ছিল না।
ইরাক-ইরান যুদ্ধের সময় আগ্রাসী ইরাকি বাহিনীর হাত থেকে ইরানের খোররামশাহর শহর মুক্ত করার বার্ষিকী উপলক্ষেও বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সবচেয়ে মধুর দিন ছিল খোররামশাহর মুক্ত হওয়ার দিন।
No comments