গোয়াসের কৃষাণ মান্ডিতে নেই বিক্রি! অনির্দিষ্টকালের জন্য ব্যাবসা বন্ধ রাখার ঘোষণা ব্যাবসায়ীদের
খবর দিনভর ডেস্কঃ- দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর হার। রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ রুখতে এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলছে ৩০ দিনের লক ডাউন। গোটা রাজ্যে লক ডাউনকে সফল করতে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। করোনা ভাইরাসকে রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা, ব্লক প্রশাসন ও স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন । ইসলামপুর বাজারে ভিড় এড়াতে সবজি আড়ৎ, খুচরো ব্যাবসায়ী,সবজি বাজার পর্যন্ত স্থানান্তরিত করে গোয়াস কিষান মান্ডিতে। গত কয়েকদিন ধরে চলছে কিষান মান্ডিতে সবজি বাজার। বর্তমানে ইয়াসের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে জল জমে রয়েছে কিষান মান্ডিতে। এই পরিস্থিতিতে সেভাবে আড়ৎ গুলিতে সবজি মালের আমদানি ও রপ্তানি হচ্ছে না ফলে মার খাচ্ছে খুচরা ব্যাবসায়ীরা। সঙ্গে ক্ষতির মুখে মৎস ব্যাবসায়ীরাও।এই মুহূর্তে অনির্দিষ্ট কালের জন্য সবজি বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামপুর বাজারের আড়ৎদার ও খুচরা ব্যাবসায়ীরা।
শুক্রবার ইসলামপুরের সমস্ত আড়ৎদার ও সবজি ব্যাবসায়ীরা একটি সভার আয়োজন করে। উক্ত সভায় সিধান্ত হয় অবিলম্বে যদি ইসলামপুর থানার প্রশাসন, বিডিও সাহেব, বিধায়ক সৌমিক হোসেন আমাদের সমস্যার সমাধান না করেন তো অনির্দিষ্টকালের জন্য সবজি ও মাছ বাজার বন্ধ থাকবে।
No comments