রাজধানীর কাবুলের কাছে আরো একটি জেলা নিয়ন্ত্রণে নিল তালেবান - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

রাজধানীর কাবুলের কাছে আরো একটি জেলা নিয়ন্ত্রণে নিল তালেবান


আফগানিস্তানের আরো একটি গুরুত্বপূর্ণ জেলা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। জলরেজ জেলাটি রাজধানী কাবুলের পাশের ময়দান্দাবাদ প্রদেশে অবস্থিত। প্রাদেশিক কাউন্সিলর সদস্য শরিফুল্লাহ হোতাক আনাদোলু এজেন্সিকে জানান, পাঁচ দিনের অবরোধের পরে শুক্রবার সকাল ৯ টার দিকে তালেবান জলরেজ জেলা নিয়ন্ত্রণে নেয়।

তিনি বলেন, জেলা পুলিশ প্রধান তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন এবং জেলা প্রশাসন পুরোপুরি তালেবানের হাতে সোর্পদ করে দেন। এ বিষয়ে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমাদের যোদ্ধারা সরকারি সেনাদের পরাজিত করে সাহসিকতার সাথে সরকারি সদর দফতরসহ জেলাটি নিয়ন্ত্রণে নিয়েছে।

তবে জলরেজে নিজেদের পতনকে স্বীকার না করে মার্কিনপন্থী আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে দাবি করেছে, জেলাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে একটি অভিযানের পরিকল্পনা করা হয়েছে। মার্কিনপন্থী আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জলরেজের পরাজয়কে কৌশলগত বলেও পিছুহটা বলে দাবি করেছে।

No comments