ইয়াস ঝড়ে আক্রান্তদের প্রতি সমবেদনা ও সংগঠনের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার
খবর দিনভর ডেস্কঃ- বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে রাজ্য বাসী বিপদের শিকার। বিশেষ করে উপকূলবর্তী এলাকার গ্রামগুলি ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম প্লাবিত।পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। রাজ্যে ২০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক লক্ষ মানুষ গৃহ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিজ্ঞজনদের মতে বিগত দিনের ঘূর্ণিঝড় গুলির চেয়ে ইয়াসের তাণ্ডবলীলা ব্যাপক।
এই ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্তদের প্রতি আন্তরিক ভাবে সমবেদনা প্রকাশ করেছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব ।দুর্যোগের এই দিনগুলোতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় নিজ নিজ এলাকায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য।
সাংবাদিক ভাইদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও ইয়াস ঝড়ের তাণ্ডব চিত্র জাতির সামনে তুলে ধরেছেন। সেই সাথে দেশের সেনা জওয়ানদেরও সাধুবাদ জানান যারা জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্তদের উদ্ধার কাজে রত আছেন।
মহাবিপদকালে যথা সময়ে তৎপর হওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্ব । সরকারের কাছে সংগঠন দাবী করা হয় অবিলম্বে যেন ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণের ব্যাবস্থা করা হয় । আর জনগণ যেন ত্রাণসামগ্রী ঠিকঠাক ভাবে পায় তা সুনিশ্চিত করা হয়।
No comments