লক ডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ আর রহমান ফাউন্ডেশনের - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

লক ডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ আর রহমান ফাউন্ডেশনের

 


খবর দিনভর ডেস্কঃ- দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর হার। রাজ্যে করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে ১৫ দিনের লক ডাউন। এই পরিস্থিতিতে গোটা দেশেই কাজ হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে সাধারণ মানুষদের।এই পরিস্থিতিতে দুঃস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো আর রহমান ফাউন্ডেশন। রবিবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার অন্তর্গত ঘোরাইপাড়া গ্রামে আর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষদের রান্না করা খাবার ও পোশাক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সেখ হাকিদুর রহমান ওরফে রেন্টু।দীর্ঘ নয় দিন ধরে এলাকার দুঃস্থ লোকজনদের খাবারের ব্যবস্থা করে চলেছেন তিনি।আজকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাপড় ও লুঙ্গি তুলে দেওয়া হয়।এছাড়াও ৮০ হাজার টাকা খরচ করে করোনা রুগীদের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেন এই সংস্থাটি।

No comments