৯০ বার রক্ত দিয়ে রেকর্ড গড়লেন মুর্শিদাবাদের এই ব্যাক্তি
খবর দিনভর, মুর্শিদাবাদঃ- এখন পর্যন্ত ৯০ বার রক্ত দিয়ে রেকর্ড গড়লেন মুর্শিদাবাদের ডোমকল থানার শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা পিন্টু মণ্ডল। রক্তদান করে তিনি এখনও পর্যন্ত অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। রক্তদান মানে জীবন দান সেটা আবার প্রমাণ করেন পিন্টু বাবু। একদিকে পেশায় তিনি শিক্ষক, অন্যদিকে সমাজসেবায় যুক্ত। তিনি সাধারণ মানুষের কাজ করতে খুব ভালোবাসেন, শুধু রক্ত বলে নয় বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেন না । কারো রক্ত প্রয়োজন হলেই একক প্রচেষ্টায় ছুটে বেড়ান এক জেলা থেকে অন্য জেলায় দরকারে এক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে। পিন্টু মণ্ডল বলেন "এখন রোজার মাস চলছে একজন বিশ্বাসী ও ঈমানদার মুসলিম হিসাবে, রোজা রাখি। কিন্তু প্রয়োজনে রোজা ভেঙে রক্ত দিতে আমি প্রস্তুত। পিন্টু মণ্ডল ভাইকে আমাদের "খবর দিনভর "এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইলো।
No comments