পবিত্র ঈদের খুশিতে সকলকে শামিল করতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো অনাথ আশ্রম ফাউন্ডেশন
খবর দিনভর ডেস্কঃপবিত্র রমযান মাস একদম শেষলগ্নে উপনীত হয়েছে আর দুই দিন পরেই খুশির ঈদ। আর এই ঈদ উপলক্ষে মেতে উঠবে কচিকাচা থেকে আইবুড়ো সবাই। কিন্তু দারিদ্রতার সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো একরাশ হতাশা, যন্ত্রনা নিয়ে ঈদ কিভাবে কাটাবে সেটা নিয়ে চিন্তিত।এই সমস্ত মানুষদের কথা ভেবে ঈদ হোক বা পুজো হোক যেকোনো উৎসবে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের অনাথ আশ্রম ফাউন্ডেশন । সেই প্রচেষ্টা অংশ হিসেবে মঙ্গলবার অনাথ আশ্রমের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে প্রথম দফায় ৫০ টি পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মেনুতে ছিল ১ কিলো চিনি, ১ প্যাকেট লাচ্চা, ১ প্যাকেট বুদিয়া , গরম মশলা , হ্যান্ড স্যানিটাইজার , মাস্ক ও কিছু নগদ টাকা । এই কর্মসূচি ঈদের আগে দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন অনাথ আশ্রমের কর্মকর্তারা ।ঈদের পাশাপাশি পুজোতেও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায় অনাথ আশ্রম ফাউন্ডেশনকে ।
No comments