আল-আকসা মসজিদে ইসরাইলী হামলার ঘটনায় তীব্র নিন্দায় বাংলাদেশ! - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

আল-আকসা মসজিদে ইসরাইলী হামলার ঘটনায় তীব্র নিন্দায় বাংলাদেশ!


মুসলমানদের প্রথম ক্বিবলা পবিত্র আল-আকসা মসজিদ এলাকায় নিরপরাধ মুসল্লি ও সাধারণ জনগণের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলী পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আল-আকসা মসজিদ ঘিরে কয়েকদিন ধরে হামলার চলার মধ্যে সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে ইসরাইলী বাহিনীর এসব ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির চরম লঙ্ঘন। এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের সন্ত্রাসী হামলা ঠেকানো, দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক জব্দ করা এবং যুদ্ধাপরাধ হতে পারে – এমন কর্মকাণ্ড থেকে ইসরাইলকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানাচ্ছে। পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতি বাংলাদেশ দৃঢ় অবস্থান ব্যক্ত করছে।

No comments