জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে অক্সিজেন পরিষেবাসহ সেফ হোমের উদ্বোধন কলকাতার তপসিয়ার কে.বি হাসপাতালে।
খবর দিনভর ডেস্কঃ- জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার তপসিয়ার কে.বি হাসপাতালে করোনা মহামারীতে সংক্রমিত রুগিদের জন্য সেফ হোমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সেফ হোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিপর্যয় মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খাঁন সাহেব ও জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব। করোনা মহামারী পরিস্থিতিতে বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছে জামাআত তারই অঙ্গ হিসাবে আজকে ৩০ বেডের সেফ হোমের আনুষ্ঠানিক সূচনা হলো জানিয়েছেন জামাআতের রাজ্য কোভিড টাস্ক ফোর্সের পরিচালক সাদাব মাসুম সাহেব। আজকে সেফ হোমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব জানান, জামাআত রাজ্য জুড়ে ইতিমধ্যে ৪৮ টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টার পরিচালনা করছে। উত্তর ২৪ পরগনার লাউহাটিতে অক্সিজেন পার্লার চালু হয়েছে। অফলাইন ও অনলাইন কোভিড হেল্প ডেস্ক পরিষেবা চালু করেছে। সংক্রমিত রুগিদের জন্য জেলায় জেলায় ভলেন্টিয়ার গ্ৰুপও তৈরি তৈরি হয়েছে। এই কোভিড সেফ হোমে ফ্রি অক্সিজেন পরিষেবাসহ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। পরিস্থিতি বিবেচনা করে জামাআত আরো কোভিড সেফ হোম গড়ে তুলবে ইনশাআল্লাহ। আজকে মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খাঁন জামাআতের তৎপরতাকে সাধুবাদ জানান।তিনি জানান, জামাআতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সরকারের সমস্ত ধরনের সহযোগিতা থাকবে। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংসদ নাদিমুল হক, প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, জামাআতের সাবেক রাজ্য সভাপতি রহমত আলি খান, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর রাজ্য কো- অর্ডিনেটর মাসুদ আলম, কলকাতা মেট্রোসিটি জামাআতের সভাপতি মাস্টার মুখতার আলম, পশ্চিমবঙ্গ ক্রিস্টান এসোসিয়েশনের মিসেস আঞ্জেলা, এস.আই.ও রাজ্য সভাপতি সাবির আহমেদ, কাউন্সিলর ফাইয়ায আহমেদ খাঁন, জামাআতের রাজ্য কোভিড টাস্ক ফোর্সের অন্যতম দায়িত্বশীল আব্দুল আজিজ, সুজাউদ্দিন আহমেদ, সাবির আলি, জাভেদ খাঁন প্রমুখ।
No comments