কোভিড ১৯ পরিস্থিতিতে পপুলার ফ্রন্টের উদ্যোগে মালদা জেলার বিভিন্ন এলাকায় চলছে জীবাণু মুক্ত করণ ও মাস্ক বিতরণ
খবর দিনভর ডেস্কঃ- দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখা।করোনা ভাইরাস রুখতে দেশের বিভিন্ন রাজ্যে চলছে লক ডাউন।দেশজুড়ে অব্যহত রয়েছে মৃত্যু মিছিল। কোভিড ১৯ পরিস্থিতিতে দেশজুড়ে মানবিক সহায়তা দিয়ে চলেছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফন, রোগীদের অক্সিজেনের যোগান,অ্যাম্বুলেন্সের ব্যাবস্থার, মাস্ক বিতরণ স্যানিটাইজ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই সংগঠনটি।
কোভিড ১৯ সংক্রমনের পরিস্থিতিতে যখন সাধারন মানুষের জীবন ব্যতিব্যাস্ত সেই সময় মুহূর্তে মালদা জেলার ১৮ মাইল, বিরনগর, কালিয়াচক ৩ অন্তর্গত নতুন হাটখোলার মুল্লাটোলা চিনাবাজার,হাতিচাপা,ভিমাগ্রাম, নারায়ণতলা মন্দির সহ বিভিন্ন জায়গায় পপুলার ফ্রন্টের সদস্যদের উদ্দ্যোগে গ্রামের সাধারণ মানুষের ঘরবাড়ি,মন্দির,মসজিদ ও বাজার সংলগ্ন সহ বিভিন্ন জায়গা জীবাণু মুক্ত করনের কাজ করতে দেখা যায় পপুলার ফ্রন্টের সদস্যদের ।স্যানিটাইজ করার পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করতে লক্ষ্য করা যায়।উল্লেখ্য বন্যা, ঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়।
No comments