উই আর দা কমন পিপল এবং ইস্টবেঙ্গল ক্লাব ও সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ
খবর দিনভর ডেস্কঃ- করোনা সংক্রমণ রুখতে লকডাউন অনিবার্য। আর লকডাউনের কারণে অসহায় দিন আনা দিন খাওয়া মানুষদের রুটি রুজি হারিয়ে অনাহারে দিনযাপন করাটাও অনিবার্য হয়ে পড়ে। এই সব অসহায় নিরন্ন মানুষ যাতে অনাহারে দিনযাপন করতে বাধ্য না হন তার জন্য ইস্টবেঙ্গল ক্লাব এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনের যৌথ উদ্যোগে উই আর দা কমন পিপল এর তত্বাবধানে শ্যামবাজার অঞ্চলের মানুষদের রান্না করা খাবার তুলে দিলেন সংগঠনের সদ্যসরা। এই করোনাকালে এই উদ্যোগে খুশি এলাকাবাসী। উদ্যোক্তাদের পক্ষ থেকে উই আর দা কমন পিপল এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন "এই করোনাকালে যেসব মানুষেরা দিন আনে দিন খায় এই পরিস্থিতিতে তাদের খাবার যোগাড় করতে কালঘাম ছুটে যাচ্ছে। মূলত অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্যই এই উদ্যোগ। লক ডাউনের শুরুর দিন থেকে কখনো একক ও যৌথ ভাবে ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছে উই আর দা কমন পিপল নামক সংগঠনটি।
No comments