ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ত্রাণ বন্টন - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ত্রাণ বন্টন



খবর দিনভরঃ- ইয়াসের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জেলা। অনেকের ঘর বাড়ি হারিয়ে আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।অনেক জায়গায় এখন পর্যন্ত পৌঁছায়নি সরকারি ত্রাণ। নদীবাঁধ ভাঙা জলমগ্ন এলাকা গুলির পরিস্থিতি খুবই ভয়াবহ। কৃষিকাজ,মৎস্য শিকার ও পশু পালন সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের বদ্বীপ অঞ্চল গুলি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। নোনাজল ঢোকায় মিষ্টি পানির পুকুর, চাষাবাদের জমি, পশুচারণ এর মাঠ পুরোপুরি নষ্ট হয়ে যায়।

গোটা দেশেই প্রাকৃতিক বিপর্যয়ে সময় পপুলার ফ্রন্টের সদস্যদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে লক্ষ্য করা যায়। ইয়াস ঝড়ে অসহায় অবস্থায় দিন কাটানো মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণকার্য চালাচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। বুধবার মিলনমোড় ও মাদারপাড়া এরিয়ার উদ্যোগে পপুলার ফ্রন্টের স্বেচ্ছাসেবী টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ বিতরণ করেন। এদিন পপুলার ফ্রন্টের স্বেচ্ছাসেবকরা বিশুদ্ধ পানীয় জল, পরিধেয় বস্ত্র, শুকনো খাবার, দুধ বিস্কুট ইত্যাদি বিতরন করেন।

এই প্রসঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক হাফিজ নজরুল ইসলাম বলেন- অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য তাই আমাদের সংগঠন সব সময় এমন জনকল্যাণমূলক কাজে অংশ নেয়। ইয়াস ঝড়ে বিধ্বস্ত কুলপির রাঙাফলা, সাগরদ্বীপ,রাজনগরে এদিন ত্রাণ বন্টন করেন পপুলার ফন্টের সদস্য  আবু সুফিয়ান পিয়াদা, হাফেজ লিয়াকত আলী, মাওলানা উমার ফারুক , আফতাব উদ্দিন ও রিয়াজ আহমেদরা। পাঁচ শতাধিক রিলিফ কীট, পানীয় জলের বোতল, চার শতাধিক শাড়ি প্যান্ট ও শিশুদের পরনের পোশাক বিতরণ করা হয়। 
পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক বৃদ্ধ শেখ লুৎফর বলেন যে "সন্ধ্যা থেকে ঝড় শুরু হয় শিশুদের ও মহিলাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই জলোচ্ছাসে আমার ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। গরু-বাছুর গুলির গলা থেকে দড়ি খুলে দিয়েছিলাম চাষের ধান-চাল নষ্ট হয়ে গিয়েছে থাকার মতো এখন কোন জায়গা নেই।


 

No comments