'উই আর দা কমন পিপল' এর সঙ্গে যৌথ ভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দের পাশে দাঁড়ালো গুঞ্জ। - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

'উই আর দা কমন পিপল' এর সঙ্গে যৌথ ভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দের পাশে দাঁড়ালো গুঞ্জ।



খবর দিনভর ডেস্কঃ- করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ হচ্ছে লকডাউন। ফলে দরিদ্র পরিবারগুলিতে বাড়ছে খাদ্য সঙ্কট। এমতবস্থায় মানবিকতার নজির গড়লো 'উই আর দা কমন পিপল' সংগঠনটি। এদিন সামাজিক সংগঠন 'উই আর দা কমন পিপল' এবং 'গুঞ্জ' এর উদ্যোগে নদীয়ার শান্তিপুর অঞ্চলে প্রায় ২০০ টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, বড়ি, তেল সহ ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

ত্রাণ সামাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উই আর দা কমন পিপল এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত সংগঠনের সহ সভানেত্রী সুদীপ্তা রায়চৌধুরী। গুঞ্জ এর সংগঠক সুরিন্দর সিং, সিরাম থেলাসেমিয়া ফেডারেশনের তরফে শ্রী সঞ্জীব আচার্য প্রমুখ।

উই আর দা কমন পিপল এর সাধারণ সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন, প্রথম লকডাউন থেকেই বিভিন্ন সংগঠনের সহযোগীতায় ত্রাণ কার্য পরিচালনা করছে আমাদের সংগঠন, আজকের কর্মসূচী করা সম্ভব হয়েছে গুঞ্জ এর সহযোগীতার জন্য যার জন্য আজ এই অঞ্চলের হকার, হাত রিস্কা চালক সহ অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে পেশাগত ভাবে যুক্ত  ২০০ টি  পরিবার উপকৃত হয়েছে।

No comments