মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলামের
তায়েদুল ইসলাম, রাজ্য সভাপতি, এসডিপিআই
খবর দিনভর ডেস্কঃ- অনেক জল্পনার পর রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার। পরীক্ষা বাতিল হওয়ায় রাজ্য জুড়ে শুরু জোর সমালোচনা। পরীক্ষা বাতিল হওয়াই হতাশায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের সিধান্তকে পুনর্বিবেচনা করার দাবি জানালো এসডিপিআই।
এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম এক বার্তায় বলেন "রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্ৰহণ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইতিমধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্ৰহণের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা তৈরি হওয়ার সংবাদ আসছে। হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার খবরও সংবাদ পত্রে প্রকাশ হচ্ছে। সামগ্ৰিক ভাবে ছাত্র সমাজ, শিক্ষক ও অভিভাবকদের উল্লেখযোগ্য অংশ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি তুলছেন। আমরা বিষয়টিকে গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।"
No comments