মিজোরাম সীমান্ত দ্বন্দ্বে শহীদ ৬ জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি ক্যাম্পাস ফ্রন্টের - খবর দিনভর

Weather (state,county)

Breaking News

মিজোরাম সীমান্ত দ্বন্দ্বে শহীদ ৬ জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি ক্যাম্পাস ফ্রন্টের

মামুন রশিদ, আসামঃ- কাছাড় জেলার লায়লাপুরে আসাম-মিজোরাম সীমান্ত দ্বন্দ্বে গত দু'দিন আগে প্রাণ হারান মোট ছয় জন আসাম আরক্ষীর জওয়ান। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক পুলিশ কর্মী। শুধু তাই নয়, স্বয়ং জেলা পুলিশ অধ্যক্ষ হয়েছেন গুলিবিদ্ধ। বিষয়টি এখন সমগ্র রাজ্য সহ জাতীয় স্তরে চর্চিত। ইতিবাচক নেতিবাচক যেমন নানা মন্তব্য চলছে, চতুর্দিকে তেমনি সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি সহ সরকারের অবহেলাকে প্রশ্নবিদ্ধ করে হচ্ছে প্রতিবাদী সভাও। আজ কালাইন বাজারে একটি জাতীয় স্তরের ছাত্রসংগঠন কেম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার কাছাড় জেলা কমিটির উদ্যোগেও অনুষ্ঠিত হয় একটি শ্রদ্ধাঞ্জলি সমাবেশ। উপস্থিতিদের বিভিন্নজন বিভিন্ন রকমের মতামতও জানান সেখানে। তারা শহিদ পুলিশদের আত্মার শান্তি কামনা করেন সবার আগে৷ শহিদদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানান এর সাথে। ক্যাম্পাস ফ্রন্টের কালাইন এরিয়া সেক্রেটারি মাওলানা ইমদাদুল্লাহ হাবিবি জনগণের কাছে আসাম-মিজোরাম সড়ক সংযোগকে বন্ধ করে প্রতিবাদের আহ্বান জানান। তিনি বলেন, আসাম সরকার যেন খুব শীঘ্রই উপযুক্ত বিচারের জন্য উচিত পদক্ষেপ গ্রহণ করে বরাকের শান্তি-সম্প্রীতি রক্ষা করে, নতুবা জনগণ চুপকরে বসে থাকবেন না। কাছাড় জেলা ক্যাম্পাস ফ্রন্টের সম্পাদক রুহুল ইসলাম তার বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে বলেন, যদি ন্যায়বিচার না করতে পারেন, তাহলে নিজেকে ব্যর্থ মেনে গদি থেকে যেন ইস্তফা দিয়ে দেন। এছাড়াও তারা শহিদের পরিবারদের সহায়তায় অতিসত্বর সরকারে তাদের পাশে দাঁড়ানোর দাবি জানান। এসবের সাথে "আসাম পুলিশ জিন্দাবাদ", " এসপি কাছাড় জিন্দাবাদ"- এর মতো নানারকমের স্লোগানে পরিবেশ মুখরিত করে তাদের সভা সম্পন্ন করেন। সভায় ক্যাম্পাস ফ্রন্টের জেলা সভাপতি মামুন রশিদ, কালাইন এরিয়া সভাপতি শিবলি বড়ভূইয়া এছাড়া ও পপুলার ফ্রন্ট এর জেলা স্তরের নেতা ফারুক তালুকদার ও বিভিন্ন স্তরের সদস্য সহ এলাকারও লোকজন উপস্থিত ছিলেন।

No comments