পপুলার ফ্রন্টের আইনি লড়াইয়ের মাধ্যমে উদ্ধার হলো মুর্শিদাবাদের সেখ আফসার হোসেন ওয়াকফ এস্টেটের মিল্কি মসজিদ কেন্দ্রীক সম্পত্তিঃ আদালতের এই রায়কে স্বাগত জানালো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া
খবর দিনভর ডেস্কঃ- পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ডক্টর মো মিনারুল শেখ তার এক বিবৃতিতে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীক রায় সম্পর্কে বলেন যে, "মুর্শিদাবাদের শেখ আফসার হোসেন ওয়াকফ এস্টেটের দীর্ঘ আইনী সংগ্রামকে সম্মান জানিয়ে এল আর টি টি আদালত গত 14 তারিখে যে রায় দিয়েছে সে রায়কে আমরা সংগনের পক্ষ থেকে স্বাগতম জানাই। এই রায় ওয়াকফ সম্পত্তি উদ্ধার ও রক্ষার আইনী সংগ্রামের ইতিহাসে একটি মাইল ফলকের মত ভূমিকা পালন করবে এবং জনগণের কল্যাণের জন্য দেওয়া সম্পদ জনগণের জন্য ব্যবহৃত হওয়ার রাস্তাকে আরো সুগম করবে। জনগনের অধিকার রক্ষার ক্ষেত্রে দেশের আইন ব্যবস্থা যে আজও সক্রিয়ভাবে কাজ করছে তার প্রমাণ হিসাবে এই রায় নমুনা হিসাবে কাজ করবে। যে বা যারা এই ন্যায়ের পক্ষে কাজ করেছেন তারা সকলেই যুগের আদর্শ মানুষ। বিশেষ করে সেই সকল আইনজীবীদের প্রতি জনগন কৃতজ্ঞ যারা এই রাস্তায় কাজ করেছেন"। তিনি আরো উল্লেখ করে বলেন যে, "একটি সামাজিক সংগঠন হিসাবে পপুলার ফ্রন্ট জনগনের অধিকার রক্ষার কাজে সব সময় সঙ্গে থাকে। এটা সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। মিল্কি মসজিদের ক্ষেত্রে সংগঠন এই দায়িত্ব পালন করে আসছে এবং আগামীতেও করবে। বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবী আব্দুল মোমিন হালদারও এই লড়াইয়ের সাথী ছিলেন। জনগণের উচিৎ দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে অধিকার আদায় ও রক্ষার জন্য আইনী সংগ্রাম অব্যাহত রাখা। তাতে তারা দেরীতে হলেও সফলতা পাবে, যেমন শেখ আফসার হোসেন ওয়াকফ সম্পদের জন্য অনেক দেরীতে হলেও সফলতা পাওয়া গিয়েছে। মহামান্য আদালত শক্তির পক্ষে নয়, ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই রায়কে সামনে রেখে ন্যায়ের জন্য আন্দোলন করা সকলের দায়িত্বে"।
তিনি ওয়াকাফ সম্পদ রক্ষার ক্ষেত্রে সরকারের দায়িত্ব উল্লেখ করে বলেন যে, "জনকল্যাণ মূলক কর্মসূচী বাস্তবায়ন ও সেগুলিকে ফলপ্রসু করার ক্ষেত্রে সরকারের অন্যতম প্রধান সহযোগী হল ওয়াকাফ সম্পত্তি। মুসলিম সম্প্রদায়ের দানবীর পূর্বপুরুষ সব ধরণের স্বার্থ ও স্বত্ব ত্যাগ করে তাঁদের সম্পদ দিয়ে গিয়েছেন। তাঁরা এখন আর নেই। তাঁদের ওই সম্পদ জনগণের জন্য রক্ষা করে তাঁদের উদ্দেশ্য সফল করা সকল জীবিত মানুষের দায়িত্ব। তাই সরকারের নিকট আবেদন, সরকার যেন এই সম্পদকে রক্ষা করে এবং জনগণের জন্য ব্যবহৃত হওয়ার সুব্যবস্থা করে। মৃত ব্যাক্তিদের দেওয়া সম্পদ জীবিত ব্যাক্তিরা আত্মসাৎ করবে এটা ভাবা যায় না। এটা খুবই লজ্জার। এটাকে বন্ধ করতেই হবে। এটা সরকারের মৌলিক দায়িত্ব"।
No comments