করোনায় বিপন্ন মানুষের পাশে We are The Common People এবং Gunj
এই
কর্মকান্ডের অংশ হিসেবে মঙ্গলবার (৬ জুলাই) এবং শুক্রবার (৯ জুলাই )কলকাতা পুরসভার ৮ ও ১০
নম্বর ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়,পাশাপাশি
পথ শিশুদের হাতে বিশেষ ভাবে তুলে দেওয়া হয় মাস্ক ,জুস্ এবং কেক ।আয়োজক
সংগঠন দুটির তরফ থেকে We are The Common People এর সাধারণ সম্পাদক শুভজিৎ
দত্তগুপ্ত বলেন " রাজ্যে নির্বাচন পরবতী সময় হওয়া লকডাউন এর আগেও
রাহাত কর্মসূচীর অধীনে আমরা ও গুঞ্জ এই খাদ্য সামগ্রী বন্টনের
কাজ করেছি। গুঞ্জ এর সমর্থনে ছাড়া এত বড় আকারে কাজ করা ছাত্র -যুব কেন্দ্রিক সংগঠন
We are The Common People এর পক্ষে সম্ভব হতো না। গুঞ্জ সারাদেশে ব্যাপক
ভাবে ত্রাণকার্য চালিয়ে নিয়ে যাচ্ছে। এই কর্মসূচী তারই একটা অংশমাত্র। এই
কর্মসূচীর পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ভাবে ধন্যবাদ প্রাপ্য গুঞ্জ
টীমের ইফতেকার আহমদ, অর্পিতা মল্লিক, সুরেন্দ্র সিং এবং সৌম্যদীপ
চ্যাটার্জীর যাদের সহযোগীতা ছাড়া এত বড় পরিকল্পনা গ্রহণ সম্ভব ছিলনা।
No comments